Online earning site



"PTC"


Paid To Click is an online business model that draws online traffic from people aiming to earn money from home. Paid-To-Click, or simply PTC websites, act as middlemen between advertisers and consumers; the advertiser pays for displaying ads on the PTC website, and a part of this payment goes to the viewer when he views the advertisement.
Any one can easily earn money through these sites. The most reliable and trusted ptc sites whose are still paying, listed below: 

                                http://www.clixsense.com/?4047362


                                http://www.neobux.com/?r=up2usampadbd2


                                http://iconbux.com/?r=up2usampad



                               http://www.ptcbox.com/?rid=99018



জেনে নিন অনলাইনে আয় করার ২৮ উপায়:

বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। অনলাইনে আয় এখন একটি পরিচিত বিষয় হয়ে গেছে, সবাই আয় করার জন্যে নানা সাইটে দৌড়ে মরছে। কিন্তু বেশিরভাগ সাইট ই ভুয়া । তাই দিনের পর দিন কাজ করে তারা টাকা পাচ্ছে না। তাই আমি মনে করি আমাদের উছিত অনলাইনে আয় করার উপায় গুলো জেনে নেয়া। আমি আপনাদেরকে একটা সাইটের লিংক দিচ্ছি যেখানে আপনারা ২৮টি উপায় জানবেন যা আপনাদেরকে আয় করতে সহযোগিতা করবে। যা জানলে আপনি ১০০% নিশ্চিত ভাবে অনলাইন থেকে আয় করতে পারবেন। উপায় গুলো জানতে নিচের লিংকে ক্লিক করুন।

28 Ways to Make Money with Your Website



ইন্টারনেটের মাধ্যমে টাকা আয়ের উপায়:

অনলাইন এর মাধ্যমে সরাসরি আপনারা খুব সহজে টাকা আয় করতে পারেন। আমি আজ এমন একটি পথকে আলোকপাত করব যার মাধ্যমে আপনি সত্যিই ঘরে বসে আয় করতে পারবেন। আমি নিম্নে ধাপে ধাপে তা তুলে ধরছি :
অনলাইনে টাকা আয় নির্ভর করছে সম্পূর্ন আপনার উপর। অর্থাৎ আপনি কিভাবে ব্যাপারটিকে দেখছেন। 


আমাদের যদি কোন প্রডাকশন থাকে অর্থাৎ কোন পণ্য যদি আমরা তৈরী করে থাকি সেই পণ্য ইচ্ছে করলে আমরা বিক্রি করতে পারি। আমরা সাধারনত একটি দোকান বা এজেন্সি নেই তাদের মাধ্যমে আমরা পন্য গুলোকে বিক্রি করি। অনলাইনেও ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার পন্য গুলোকে বিক্রি করতে পারবেন। কিন্তু বাংলাদেশে ই-কমার্স সিস্টেম চালু না হওয়ার কারনে আমাদেরকে সেই ধারনা থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আমরা ইচ্ছে করলেই আমাদের পণ্য ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি না। তাহলে যাদের কোন পন্য নেই তারা কিভাবে অনলাইনে আয় করবে? একটা পথ আছে যার মাধ্যমে লোকজন খুব সহজে পুরো বিশ্বে আয় করছে। তা হচ্ছে ব্লগিং সিস্টেম। আমার এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগিং করে কিভাবে আমরা টাকা আয় করতে পারি। 


এখন দেখব কিভাবে bloging করে টাকা আয় করা যায় :
ব্লগিং করলাম ভাল কথা কিন্তু ব্লগিং করে আমার টাকাটা আয় হবে কিভাবে এমন প্রশ্ন অনেকেরই থাকতে পারে। টাকা আয়ের অনেক উপায় আছে। ইন্টারনেটে অনেকে বিজ্ঞাপন দিয়ে থাকেন। ইন্টারন্যাশনাল মার্কেটে যাদের পন্য আছে তারা তাদের পন্যকে বিক্রি করতে বিজ্ঞাপন দিয়ে থাকেন। তারা তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন বা অ্যাড ফার্ম গুলোর সহায়তা নিয়ে থাকে। সার্চ ইঞ্জিন Google এ যখন কোন কোম্পানী বিজ্ঞাপন দেয় তখন Google এগুলোকে বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে প্রচার করে। আর Google থেকে কোন বিজ্ঞাপন যদি কোন ওয়েব সাইটে দেওয়া হয় তাহলে Google তার বিজ্ঞাপনে ক্লিক প্রতি ০.১৮ ডলার ঐ সাইটের কর্তৃপক্ষকে দিয়ে থাকে। আর এভাবে Google কর্তৃক দেওয়া বিজ্ঞাপনে ক্লিক করলেই আপনার আয় হবে। কিভাবে গুগুলের বিজ্ঞাপন নিজের ওয়েব সাইটে দিব? নিজের ওয়েব সাইটে বিজ্ঞাপন দেওয়ার জন্য Google adseane থেকে বিজ্ঞাপন নিয়ে আমরা আয় করব? নিচে এ ব্যাপারে বিশদ ভাবে আলোচনা করা হয়েছে। 

ক্লিভাবে ব্লগিং সাইট খুলব:
Bloging site খুলতে হলে প্রথমে আপনাকে G-mail এ রেজিষ্ট্রেশন করতে হবে। G-mail এ রেজিষ্ট্রেশন করতে হলে প্রথমে আপনাকে gmail.com এ যেতে হবে তারপর sing up for Gmail এ ক্লিক করতে হবে। G-mail এর একটা রেজিষ্ট্রশন ফর্ম আসবে তা আপনাকে পূরন করতে হবে। G-mail এ রেজিষ্ট্রশন হয়ে গেলে আপনি www.blogger.com ওয়েব সাইটিকে খুলবেন। যা আপনাকে প্রথমে মনে রাখতে হবে তা হল প্রথমে আপনাকে subject চয়েজ করতে হবে কোন বিষয়ের উপর আপনি আপনার ওয়েব সাইট খুলবেন। এখন আমরা জানব কিভাবে blogger এ সাইট তৈরী করা যায় আপনি blogger সাইটি থেকে Crate your blog now এ ক্লিক করেন। তারপর sing ug for blogger নামে একটি রেজিষ্টেশন ফর্ম ওপেন হবে। তা পূরন করে Continue তে ক্লিক করতে হবে। Name your blog নামে আরেকটি রেজিষ্ট্রেশন ফর্ম আসবে তা পূরন করে Continue তে ক্লিক করতে হবে। তারপর একটি template সিলেক্ট করব এবং Continue তে ক্লিক করব তারপর আমারা start blogging এ ক্লিক করব এখন হয়ে গেল আপনার blogging site . আপনার ব্লগিং সাইটি হয়েছে কিনা দেখার জন্য www. আপনার ওয়েব সাইটের ঠিকানা. blogspot.com এ যান


কিভাবে blog post করব :
যদি আপনার ব্লগ সাইটি সাইন আপ না থাকে তাহলে www.blogger.com এর Sing in এর ঘরে আপনার ই-মেইল এড্রেস ও পাসওয়াড দিয়ে Sing in এ ক্লিক করুন। তারপর Posting এ ক্লিক করতে হবে। তাহলে নিচের চিত্রের মত একটি বক্স আসবে ঐ বক্সে Title অথ্যা শিরোনাম এর ঘরে আপনি যে সম্পর্কে লিখবেন তা লিখতে হবে। তারপর নিচের বক্সে আপনার blog পোষ্ট করতে হবে এবং publish post এ ক্লিক করতে হবে। এভাবে যত খুশি তত ব্লগ আপনি পোষ্ট করতে পারবেন।


কিভাবে Traffic সেট করব :
আপনার ওয়েব সাইটে প্রতিদিন কতজন আসল কতজন আপনার অ্যাড এ ক্লিক করল তা জানার জন্য আপনাকে Traffic সেট করতে হবে। Traffic সেট করতে আপনাকে কোন html code জানতে হবে না। কিংবা কোন প্রতিষ্ঠানকে মোটা অংকের অর্থ দিতে হবে না। plugin.ws এ যান এবং রেজিষ্ট্রেশন করুন। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে Counter Management নামে একটি বক্স আসবে ঐ বক্সটির নিচে HTML CODE নামে একটি বক্স দেখবেন ঐ বক্সে ক্লিক করুন তারপর আপনি ২টি বক্স দেখতে পারবেন আপনি নিচের বক্সের HTML CODE টি কে কপি করুন তারপর আপনি আপনার ব্লগার সাইটে সাইন ইন করুন। তারপর Layout এ ক্লিক করুন। 
ঐ খানে Add a page Element এ ক্লিক করুন। তারপর একটি বক্স আসবে ঐ বক্সে HTML/JaveScript এ ক্লিক করতে হবে। তারপর কনফিক HTML/JaveScript নামে একটি বক্স আসবে। ঐ বক্সের Title এ লিখবেন Traffic এবং নিচের বক্সে plugin.ws থেকে পাওয়া HTML CODE কোড Paste করতে হবে। ব্যাস হয়ে সেট হয়ে গেল আপনার ট্রাফিক।

কিভাবে Google এর অ্যাড দিব :
এখন আসি আমাদের মূল বিষয় earning এ। এতক্ষন আমরা ব্লগ তৈরী করা শিখলাম। এখন আমরা শিখব কিভাবে ব্লগে google এর অ্যাড দিয়ে earn করা যায়। আপনি google এর অ্যাড দিতে হলে প্রথমে আপনাকে www.google.com/adsense এ রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার পর আপনার একাউন্ট ভ্যারিকেশন করার জন্য এরা ১/২দিন সময় চাইবে। তারপর আপনার একাউন্টে এরা মেইল করে জানিয়ে দেবে আপনার একাউন্ট হয়েছে কিনা। যদি আপনার একাউন্ট তৈরী করা হয়ে যায় তারপর adSense setup এ ক্লিক করতে হবে। 
তারপর ঐ খান থেকে Ad type এ add unit ও Link unit দেখতে পাবেন ঐ খান থেকে আপনি যে প্যাটেনের অ্যাড দিতে চান তাতে সিলেক্ট করুন  আপনি চাইলে আপনার অ্যাড এর সাইজ আপনি Ad Layout থেকে চয়েজ করতে পারেন তারপর upload code এ ক্লিক করুন বিভিন্ন অ্যাড এর প্রাপ্ত HTML CODE টি কে কপি করুন 
তারপর আপনি আপনার ব্লগার সাইটে সাইন ইন করুন। তারপর Layout এ ক্লিক করুন ঐ খানে Add a page Element এ ক্লিক করুন। তারপর একটি বক্স আসবে ঐ বক্সে HTML/JaveScript এ ক্লিক করতে হবে। তারপর কনফিক HTML/JaveScript নামে একটি বক্স আসবে। ঐ বক্সের Title এ যে কোন একটি নাম লেখবেন এবং নিচের বক্সে adSense থেকে পাওয়া HTML CODE কোড Paste করতে হবে। তারপর save করতে হবে। আপনি এই একই নিয়মে adsence থেকে google search বক্স ও যোগ করতে পারবেন। কেউ যদি আপনার সাইটে ঢুকে ঐ সার্চ বক্স দিয়ে সাচ করে তাহলে ও গুগুল আপনাকে ডলার পেইড করবে। আপনার ওয়েব সাইটে গিয়ে আপনি দেখবেন গুগুল কর্তৃক আপনার সাইটে অ্যাড দেওয়া হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি অ্যাড এ ক্লিক করতে আরম্ভ করেন আর শুরু হয়ে গেল আপনার earning আপনার দৈনিক earn দেখতেwww.google.com/adsense এ সাইন ইন করুন আপনার একাউন্ট।

কিভাবে গুগুল টাকা পেইড করে :
মনে রাখা দরকার আপনি ১০০ ডলারে কম টাকা গুগুল থেকে উত্তোলন করতে পারবেন না। ১০০ ডলার আপনার একাউন্টে জমা হলে আপনি গুগুল কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করলে গুগুল কতৃপক্ষ আপনার টাকা ওয়েস্টান মানি টান্সফার এর মাধ্যমে অথবা আপনার একাউন্ট নাম্বার দিলে আপনার একাউন্টে প্রেরন করে দেবে। 






No comments:

Post a Comment