Computer Tips

Panda USB Vaccine : autorun.inf ফাইলের মাধ্যমে ভাইরাস ছড়ানো রোধ করে:

পেন ড্রাইভ থেকে autorun.inf ফাইলের মাধ্যমে virus ছড়ায় তা আমাদের সবার জানা। এ জন্য বিভিন্ন জন বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেন। কিন্তু বেশিরভাগ সফটওয়্যার শুধু autorun.inf ফাইলটি ডিলিট করে দেয়, ফলে ভাইরাস আক্রান্ত পেন ড্রাইভ নতুন করে কম্পিউটারে লাগানোর সাথে সাথেই autorun.inf ফাইলটি আবার তৈরী হয়ে যায় । তাই আমরা এই সব সফটওয়্যার ব্যবহার করে খুব উপকৃত হই না।
Panda USB Vaccine ব্যবহার করে autorun.inf এর ক্ষেত্রে ভাল ফলাফল পাওয়া যায়। কারণ Panda USB Vaccine autorun.inf ফাইলকে ডিলিট না করে Vaccinate করে দেয়। ফলে যখন পেন ড্রাইভ নতুন করে লাগানো হয় ভাইরাস ছড়িয়ে পরতে পারে না। এটি একটি ফ্রিওয়্যার। ডাউনলোড করুন এই লিংক থেকে।



Kespersky Internet Security 2010 এর Trial মেয়াদ বাড়িয়ে নিন:


বর্তমানে Kespersky Internet Security একটি অন্যতম Antivirus হিসাবে পরিচিত। আপনারা অনেকেই হয়ত জানেন এটা ফ্রি ৩০ দিন ব্যবহার করা যায় সম্পূর্ন সুবিধা নিয়ে। কিন্তু যখন এটার মেয়াদ শেষ হয়ে যায় তখন এটা নিজে নিজেই ডিজেবল হয়ে যায়। আজকে আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের কথা বলব যেটা ৩০ দিনের ট্রায়ালের মেয়াদকে করে দেবে আনলিমিটেড। 
 তবে এই মেয়াদ একবারে ৩০ করেই বাড়বে। সফটওয়্যারটির নাম Kaspersky Trial Resetter। এটা ডাউনলোড করুন নিচের লিংক থেকে। তবে এটা চালানোর আগে Kespersky Internet Security এর Settings এ গিয়ে  Options এ ক্লিক করে  Self Defense এর টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। এটি চালাতে গেলে আপনার পিসিতে Microsoft .Net framework 2.0 ইনস্টল থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে এই লিংক থেকে ডাউনলোড করুন।

Kaspersky Trial Resetter 


পোর্টেবল এন্টিভাইরাস:

ইদানিং পিসি ব্যবহারকারীরা অনেক সচেতন। বেশিরভাগ ব্যবহারহারকারীই তাদের পিসিতে এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন। এন্টিভাইরাস ব্যবহারের পর ও অনেক সময় পিসি ভাইরাস আক্রান্ত হয়। কারন সব এন্টিভাইরাস সব সময় সব ভাইরাস ডিটেক্ট করতে পারেনা। তাই বলে একটা পিসিতে অনেক এন্টিভাইরাস ব্যবহার করাটা ও বুদ্ধিমানের কাজ হতে পারেনা। কারন একাধিক এন্টিভাইরাস পিসিতে ইনস্টল করলে পিসির পারফর্মেন্স কমে যাবে। এজন্য বিকল্প একটা ব্যবস্থা হতে পারে পোর্টেবল এন্টিভাইরাস যা ইউএসবি বা রিমুভেবল ড্রাইভ থেকে রান হবে। এধরনের কিছু এন্টিভাইরাসের নাম ও সোর্স নিচে দেওয়া হল। 

IRClean
Multi Virus Cleaner
Sophos Anti-Rootkit
Windows Worms Doors Cleaner
KL-Detector
Trend Micro System Cleaner
Rootkit Revealer

Stinger
AntiVir Personal Edition Classic







No comments:

Post a Comment